রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

অ্যাপলের শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক রিপোর্ট:: নেদারল্যান্ডসে অ্যাপলের একটি শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শোরুমের তিনজন কর্মী সামান্য আহত হয়েছেন। দেশটির রাজধানীর আমস্টারডামে এ ঘটনা ঘটে।

আমস্টারডামের ফায়ার ব্রিগেড এক টুইটে জানিয়েছে, তারা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, আইপ্যাডের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর শোরুম থেকে সব মালামাল সরিয়ে সেটিকে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়।

অ্যাপলের সংবাদবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলেছে, আইপ্যাডের ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালুর পর তারা এ ধরনের অভিযোগ পেয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com