মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সামাদ খান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় মধুখালী উপজেলায় অ্যাথলেটিক্স ‌ও ‌গ্রামীণ ‌ক্রীড়া প্রতিযোগিতা ‌ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেল ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন করেন মামনুন আহমেদ অনিক, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিরাজ হোসেন, অফিসার ইনচার্জ, মধুখালী, ফরিদপুর, মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর, মো: আ: আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী, ফরিদপুর, গোলাম কিবরিয়া, চেয়ারম্যান, ৮ নং গাজনা ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক, মোঃ ইমন হাসান, সভাপতি, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষক, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়।

বালকদের তিনটি এবং বালিকাদের দুইটি বিভাগে মোট ২০ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com