রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকসহ ২ জনের ২০ বছরের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে অস্ত্র আইন মামলায় এক ভারতীয় নাগরিকসহ দুই জনের ২০ বছর করে কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১০ নভেম্বর) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান তার আদালতে দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোকডাঝাড় জেলার গোসাইগাও এলাকার বাবলু মিয়ার পুত্র আমিনুর মাতব্বর অপর আসামীর বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় এলাকায়। তিনি ঐ এলাকার শাহাজুল হকের পুত্র মোঃ আব্দুর রশিদ।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৮ সালের ৫ জানুয়ারী পাটগ্রাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রামের জগতবেড় এলাকায় আব্দুর রশিদের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। সেই সময় আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে। মামলাটির স্বাক্ষী শুনানি শেষে আদালত এ রায় দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আকমল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com