রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি বার্তার সম্পাদক ও প্রকাশকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে গৃহিণীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
সোমবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় ৪’ঘন্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত জিএম দেলোয়ার হোসেন দুলাল এর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আ’লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এ ঘটনায় থানার টহল পুলিশ ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত ও স্বজনেরা জানান, প্রতিদিনের মত রাতে বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রিল কেটে ১০-১৫ জনের ডাকাত শাবল দিয়ে দরজা ভেঙ্গে ৪জন মুখে কাপড় বেধে ঘড়ে ঢুকে বাধা দিলে দা দিয়ে গৃহিণীকে কুপিয়ে জখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ২১ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
আহতর ভাই এনামুল হক জুয়েল বলেন, এ ব্যাপারে অক্ষত নামা ১০-১৫ জনের নামে থানায় মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি।
কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল মুঠোফোনে বলেন, আমি এখনো এরকম কিছু শুনিনি।