মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা অস্ট্রেলিয়া ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন। আফসোস! ব্যাটাররা যদি আরও রান স্কোরে যোগ করতে পারতেন। তাহলেই ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। বাংলাদেশও জিততে পারত। কিন্তু স্কোরে কম রান যোগ হওয়ায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কাছে হারতেই হলো। কিন্তু শেষে হারই হয়েছে। ৫ উইকেটের হার হয়েছে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার করে খেলা হয়। আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৩৫ রান করে বাংলাদেশ। রান খুব খারাপ হয়েছে তা নয়। কিন্তু আরও রান করা যেত। শুরুতে শারমিন আক্তার (২৪) ও শেষে লতা মন্ডলই (৩৩) ব্যাট হাতে নৈপুন্য দেখান। এর বাইরে সালমা খাতুন (১৫*), রুমানা আহমেদ (১৫), মুরশিদা খাতুন (১২) চেষ্টা করেন। জেস জোনাসেন ও অ্যাশলেই গার্ডনার ২টি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে ১৩৬ রান করে জিতে অস্ট্রেলিয়া। অসি ব্যাটারদের ভালোই চাপে রাখেন ৩ উইকেট শিকার করা সালমা। ৭০ রানে ৫ উইকেটও হারায় অস্ট্রেলিয়া কিন্তু বেথ মুনি (৬৬*) নৈপুন্য দেখান। আনাবেল সাদারল্যান্ড অপরাজিত ২৬ রান করেন। দুইজন মিলে ষষ্ঠ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তাতে করে বাংলাদেশকে হারানও।

৬৫ বল বাকি থাকতে হারে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ বার শিরোপা জেতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালই খেলেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে হারিয়ে টানা ৭ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দল ৬ ম্যাচে ১ জয় পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com