বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

অষ্টম দিনের মতো চা-শ্রমিকদের কর্মবিরতি চলছে

হবিগঞ্জ প্রতিনিধি:: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ (২০ আগস্ট) অষ্টম দিনের মতো চলছে। দাবি আদায়ে গত ১৩ আগস্ট থেকে দেশের সকল চাবাগানে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

এর আগের চার দিন দুঘণ্টার কর্মবিরতিতে গিয়েও মালিক পক্ষের কোনো সাড়া না পেয়ে পূর্ণদিবস কর্মবিরতিতে যায় শ্রমিকরা। ধর্মঘটে শ্রমিকরা বাগানে বাগানে মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা সড়ক ও মহাসড়ক অবরোধ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত জুন মাসে চা-শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রস্তাব দেন শ্রমিক নেতারা। তখন মালিক পক্ষ ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা মজুরির প্রস্তাব দেয়। পরে শ্রমিক নেতারা তা প্রত্যাখ্যান করেন।

এদিকে হবিগঞ্জের ২৪টি বাগানে শ্রমিকরা গত ১৩ আগস্ট চুনারুঘাটে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেছিলেন। ওই দিন দুপুর ১২টার দিকে চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চান্দপুরে অবরোধ করেন তারা। সেখানে হাজারো চা-শ্রমিক দীর্ঘ পাঁচ কিলোমিটার হেঁটে চুনারুঘাট শহরে সড়ক অবরোধ করেন।

চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘আমরা দৈনিক মজুরি ৩০০ টাকা দাবি জানিয়েছি। সীমিত কর্মবিরতি পালনের পরও দাবি পূরণ না হওয়ায় দেশের সব চাবাগানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মালিক-শ্রমিকের মধ্যে মজুরি চুক্তির ১৯ মাস পার হলেও তারা তা বাড়ায়নি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com