বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

অলিম্পিক টেনিসে ইতিহাস গড়লেন চীন

অলিম্পিক টেনিসে ইতিহাস গড়লেন চীন

স্পোর্টস ডেস্ক:: সেমিফাইনালে প্রতিপক্ষ ছিলেন শীর্ষ বাছাই ইগা শিয়াওটেক। তাকে যখন উড়িয়ে দিলেন, তখনই জং চিংওয়ানকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিল চীন। ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকেকে সরাসরি সেটে হারিয়ে গড়ে ফেললেন ইতিহাস। অলিম্পিক টেনিসের নারী এককে চীনের প্রথম খেলোয়াড় হিসেবে সোনার পদক জিতলেন চিংওয়ান।

শনিবার (৩ আগস্ট) প্যারিসের লাল মাটির কোর্ট রোলাঁ গাঁরোয় ফাইনালে ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই ২১ বছর বয়সী চিংওয়ান। একই সঙ্গে গড়ে ফেললেন ইতিহাস।

অলিম্পিক টেনিসে চীনের সোনা অবশ্য আগেও ছিল। সেটা ছিল মেয়েদের দ্বৈতে। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে মেয়েদের দ্বৈতে সোনা জিতেছিলেন লি তিং ও সুন তিয়ানতিয়ান।

ফাইনালে ওঠার লড়াইয়ে চিংওয়ানের কাছে হেরে ছিটকে পড়া শিয়াওটেক অবশ্য খালি হাতে ফেরেননি। ফরাসি ওপেনের টানা তিনবারের চ্যাম্পিয়ন ও মেয়েদের টেনিসের শীর্ষ খেলোয়াড় শিয়াওটেক স্লোভাকিয়ার আনা ক্যারোলিনাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com