মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ অলরাউন্ডার সাকিব আল হাসানের
ঢাকায় মা, সন্তান, শাশুড়ি হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন। এমন অবস্থায় দেশের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরই আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন। শুক্রবার সকালে দেশের ফিরবেন এমনই জানা গেছে।
পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ায় সাকিব দেশে ফিরে যাবেন, নাকি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গেই থেকে যাবেন, এ আলোচনা চলছে জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই। প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরই সাকিব জানেন তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এরপরই সাকিবের দেশে আশা নিয়ে তোড়জোড় শুরু হয়। কিন্তু টিকিট মিলছিল না। এরমধ্যে দ্বিতীয় ওয়ানডে খেলেন সাকিব। প্রথম ওয়ানডেতে ৭৭ রান করে ৩৮ রানে ম্যাচ জেতান। দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হন। দলও হারে।
তৃতীয় ওয়ানডের আগে দেশে ফেরার টিকিট মিলে। কিন্তু আজ শেষ ওয়ানডে যেহেতু সিরিজ নিশ্চিতের ম্যাচ, জিতলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জেতার ইতিহাস হবে, তাই সাকিব খেলেই দেশে ফিরতে চেয়েছেন। আগামীকালের টিকিটও পাওয়া গেছে। পরিবারের এমন কঠিন অবস্থাতেও ত্যাগ স্বীকার করেন। সাকিব না থাকলে যে দলের শক্তি কমে যাবে। তাই সাকিব আজ দলের কথা ভেবে খেলার সিদ্ধান্ত নেন। এই ম্যাচটি খেলেই দেশে ফিরবেন।
দেশে ফিরে যাচ্ছেন বলে সাকিব ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্টে যে খেলছেন না, সেটি একরকম নিশ্চিত। আর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টের আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরবেন কি না, সেটি নির্ভর করছে তাঁর পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। টেস্টে সাকিবের খেলার সিদ্ধান্তটা তাই তাঁর ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।
সাকিব দক্ষিণ আফ্রিকায় থাকা অবস্থায়স তাঁর পরিবারের অসুস্থ মা, শাশুড়ি ও সন্তানদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিসিবি এবং প্রয়োজনীয় সহযোগিতাও করেছে।