সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

অলরাউন্ডার মোসাদ্দেক টেস্ট দলে ডাক পেলেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ ৩ বছর পর আবার টেস্ট দলে ডাক পেলেন। সেখানে তাকে বিবেচনা না করা হলেও শুক্রবার তাকে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। এবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ব্যাট হাতে ১৫ ম্যাচ খেলে তৃতীয় সর্বাধিক ৬৫৮ রান করেছেন তিনি ৪৭.০০ গড়ে ৭ হাফ সেঞ্চুরিতে। আর ডানহাতি অফস্পিনে শিকার করেছেন ৪.৫৩ ইকোনমিতে ১৬ উইকেট।

এছাড়া ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই পারফর্ম করছিলেন তিনি। সামনে শ্রীলঙ্কা সিরিজ। ঘরের মাঠে এ সিরিজকে সামনে রেখে গত রবিবার প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াড থেকে মেহেদি হাসান মিরাজ চোটের কারণে ছিটকে পড়ায় পরে অন্তর্ভূক্ত করা হয় অফস্পিনার নাইম হাসানকে। তবে তিনি তো বদলি হিসেবে এসেছেন।

এবার বাড়তি একজন সদস্যই যোগ করা হলো লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে। সর্বশেষ ২০১৯ সালের মে মাসে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। এরপর দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। তবে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই অলরাউন্ডার।
আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। পরে ১০ ও ১১ মে বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মূল সিরিজের খেলা শুরু হবে ১৫ মে। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২২ মে থেকে।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড ২ টেস্ট সিরিজের জন্য ॥ মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে) এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com