সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

অভিশাপ ঋণের চেয়েও বড়!

রাজু আহমেদ, কলাম লেখক, একুশের কন্ঠ : কারো দোয়ায় থাকি বা না থাকি, কারো অভিশাপে যেনো না থাকি! আমার মঙ্গলের জন্য খোদার কাছে আমার প্রার্থনাই যথেষ্ট হবে কিন্তু কারো অভিশাপে থাকলে খোদার কাছে আমার ক্ষমা প্রার্থনা যথেষ্ট নাও হতে পারে। যেগুলো বান্দার হক সেগুলোর খেয়ানত করলে স্বয়ং রব ক্ষমা করতে অপারগতা দেখাবেন যতক্ষণ না অধিকার বঞ্চিত ব্যক্তি ক্ষমা করে দিবেন!

কাউকে সামান্য সামান্য কথা বলেই কষ্ট দিয়ে ফেলি! অথচ হাসিমুখে অপারগতার কথা বললে অভিশাপের অংশীদার হতে হতো না! ইচ্ছা করে কাউকে আঘাত করা, বিশ্বাস ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভুলে যাওয়ায় অভিশাপ তাড়া করে ফেরে! কারো দোয়ায় উপকার হবে কি-না নিশ্চয়তা নাই কিন্তু বৈধ অভিশাপের কবল থেকে রক্ষা পাওয়া অসম্ভব!

এমন কোন কাজ যেনো জ্ঞাতসারে না হয় যাতে কারো চোখে পানি আনে, মনে দাগ লাগে! কারো বুকে পাথর চাপানোর দায় আমার নামে না হোক। খোঁটা দিয়ে, কটু কথা বলে, রূঢ় আচরণ করে, মেজাজ দেখিয়ে, অবহেলা করে অভিশাপের ভাগীদার হয়ে যাই! অথচ একটু কোমল হলে, বিনীত ভঙ্গিতে পা ফেলে, আন্তরিকতার সাথে কথা বলে আমরা অভিশাপের তুফান থেকে রক্ষা পেতে পারি!

সব বিষয়ে সাফল্যের সামর্থ্য কোন মানুষের থাকে না। আমাদের পূর্ণতার চেয়ে অপূর্ণতা বেশি! জীবনে মসৃণতার চেয়ে বন্ধুরতা অনেক। একটু আন্তরিকতা দেখালে, হিংসা-দম্ভ ভুলে গিয়ে, ভুল স্বীকার করে, সাধ্যমত উপকারের চেষ্টা করে, ক্ষতিকর চিন্তা ও কাজ থেকে বিরত থেকে, কোন ষড়যন্ত্রের অংশীদার না হয়ে আমরা মানুষের দোয়ায় থাকতে পারি। ভালো মানুষদের কাতারে এ পথেই প্রবেশ করতে হয়।

কারো অভিশাপে, কারো দীর্ঘশ্বাসে, কারো বিশ্বাসভঙ্গে না থাকাটাই জীবনের জন্য মহত্তম আশীর্বাদ। কারো শেষ রাতের প্রার্থনাতে আপনার বিরুদ্ধে যদি নালিশ যায়, কারো ওপর জুলুমে আপনার নাম যদি ওঠে তবে ভূগতে হবে। কারো মন ভঙ্গের দায় এলে, কারো দুঃখের কারণে আপনাকে কাঠগড়ায় পেলে রব প্রচন্ড গোস্বা হবেন। খোদা আপনার কল্যাণের জন্য যথেষ্ট অথচ কোন লোভে কাউকে আঘাত দিলে, অধিকার হারা করলে তার দায় হিস্যামত পেয়ে যাবেন।

এমন কোথাও আটকে যাবেন যা আপনার দুঃস্বপ্নেও ছিল না, এমন জায়গায় লজ্জিত হবেন যা আপনার বরাতে নতুন করে যোগ হয়েছে, এমন এমন আঘাত পাবেন যা অতীতের কর্মফল। সুতরাং সাবধান হতে হবে। কারো ঋণ যেনো অনাদায়ী না থাকে! কারো ভালোবাসা-বিশ্বাস যেনো ক্ষতিগ্রস্ত না হয়। কেউ পেছনে ভালো না বলুক কিন্তু মন্দ বলার সুযোগ তৈরি করবেন না । মন দিয়ে অন্যের কথা শুনুন, মান-অভিমানের ভাষা বুঝুন এবং আপনার কাছে তার দাবি খুঁজুন। ব্যর্থতাতেও হাসিমুখে বলুন, আপনার সামর্থ্যের বাইরে অনেককিছুই আছে। ভুল করলে ক্ষমা প্রার্থনা করুণ। ক্ষমা কাউকে ছোট করে না বরং অকল্পনীয় বড়ত্বে দাখিল করায়। জীবনে বড় হওয়াটা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com