শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

অভিনেত্রী স্বরা ভাস্করকে খুনের হুমকি!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: এবার হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি মুম্বাইয়ে স্বরার ভারসোভার বাড়িতে চিঠি দিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে কারো নাম উল্লেখ নেই। তবে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজোয়ান’, মানে ‘এই দেশের যুবক’!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরই মধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বরা। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

হুমকিদাতা চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে বলে অভিযোগ। চিঠিতে উল্লেখ করা হয়, ‘বীর সাভারকারকে অপমান করেছেন’ এই অভিনেত্রী।

নানা ইস্যু নিয়ে নিয়মিত সামাজিক মাধ্যমে সোচ্চার স্বরা ভাস্কর। ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের একজন ছিলেন ভিনায়ক দামোদর সাভারকার। সম্প্রতি তাকে নিয়েও একাধিক টুইট করেন স্বরা।

একটি টুইটে স্বরা লেখেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতেপায়ে ধরেছিলেন, তাকে বীর বলা চলে?’ এতেই হয়তো চটেছেন সাভারকরের অনুসারীরা। পুলিশ আপাতত স্বরাকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে মাদোলাল কিপ ওয়াকিং নামে সিনেমা দিয়ে অভিনয় শুরু স্বরার। তবে ২০১১ সালে ‘তনু ওয়েডস মনুতে ’ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ‘রানঝানা’, ‘ভিরে দি ওয়েডিং’, ‘প্রেম রতন ধন পায়ো’ তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com