মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: টিভি ধারাবাহিক ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-এর স্মরণীয় চরিত্র জেনিফার মার্লো হিসেবে খ্যাত অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই।

৮০তম জন্মদিনের মাত্র ক’দিন আগেই, রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর তিনি লস অ্যাঞ্জেলেসের এক হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।

লনি অ্যান্ডারসনের পরিবার এক বিবৃতিতে জানান, ‘আমাদের প্রিয় স্ত্রী, মা ও দাদীর মৃত্যুতে আমরা শোকাহত।’

১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রচারিত “ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি” ধারাবাহিকটি ওহাইওর একটি বিপর্যস্ত রেডিও স্টেশনকে ঘিরে নির্মিত হয়েছিল, যেটি রক সঙ্গীতের মাধ্যমে নতুনভাবে শুরু করতে চেয়েছিল। সিরিজটিতে গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্র্যাংক বোনার এবং জ্যান স্মিথার্সের পাশাপাশি লনি অ্যান্ডারসন অভিনয় করেছিলেন স্মার্ট, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় রিসেপশনিস্ট জেনিফার মার্লো চরিত্রে।

ব্লন্ড চুল, হাই-হিল পরা সেই জেনিফার শুধু সৌন্দর্যেই নয়, তার বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমেও মন জয় করেছিলেন দর্শকদের। ব্যর্থ ও বিশৃঙ্খল এক অফিসে তিনিই ছিলেন কার্যকারিতা ও ভারসাম্যের প্রতীক।

লনি অ্যান্ডারসনের মৃত্যুতে টেলিভিশন দুনিয়া হারালো এক অবিস্মরণীয় মুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com