শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দেরিতে পৌঁছানোর যুক্তি দেখিয়ে মঙ্গলবার ইন্ডিগোর বিমানে উঠতে দেওয়া হয়নি ৷ এরপর তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের সমস্যা ও বিরক্তির কথা বলে ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে অনেকে তাঁকে যেমন সমর্থন করেছিল তেমনই অনেকে আবার তাঁর সমালোচনাও করেছিলেন৷
তবে এবার খোদ ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে টুইট করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া হল ঋতুপর্ণার কাছে৷ এবং একই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে৷ সেই টুইটগুলির স্ক্রিণশটও অভিনেত্রী নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। অভিনেত্রী ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল ইন্ডিগো বিমান সংস্থা বৃহস্পতিবার দুটি স্ক্রিনশট শহ ঋতুপর্ণা একটি ফেসবুক পোস্ট করেন। যেখানে তুনি লেখেন, ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ ইন্ডিগো৷ কিন্তু কোনও বিমানের যাত্রার সময় যখন পাল্টানো হয় তখন যাত্রীকে সময় থাকতে সেটা জানানো উচিৎ৷ আমি বিমান মিস করার কারণে একই কাজের জন্য আর দু’বার আমাকে ভ্রমণ করতে হবে৷’
এরপর ঋতুপর্ণা আরও যোগ করেছেন,’আশা করি ভবিষ্যতে যাতায়াতের সময় এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমি শুধু আমার জন্য নয়, আমাদের সকল নাগরিকের জন্য এরকমটা চাই! ভালো কিছুর আশা করি ! এবং আমি সোশ্যাল মিডিয়ায় সমস্ত নেতিবাচক মন্তব্য দেখেছি তবে আমি শুধু নিজের জন্য কথা বলিনি, সমস্ত মানুষের জন্য এই কথা বলেছি৷ কাজের সময়, জরুরি যাত্রা, অনেক পরিশ্রম এবং আবেগ লাগে। আমার সঙ্গে হওয়া অন্যায়ের জন্য আমি বিরক্ত ছিলাম। একবার যোগাযোগ মিস হওয়া পুরো প্রক্রিয়াকে ব্যাহত করে।
আমি পরের বিমানেই উড়ে গিয়েছিলাম এবং এখনও আমার কাজ শেষ করতে যাচ্ছি। আমার কাজ আহমেদাবাদ থেকে ৩ ঘন্টা দূরে ছিল, তাই আমি বিমানবন্দরে ইন্ডিগোর কর্মীদের অনুরোধ করেছিলাম।’ অভিনেত্রী ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল ইন্ডিগো বিমান সংস্থা ইন্ডিগোর টুইটারে ঋতুপর্ণাকে ট্যাগ করে টুইট করা হয়েছে যেখানে ইন্ডিগোর পক্ষ থেকে কৃতিকা বলে একজন লিখেছেন, ‘ম্যাম আমরা ক্ষমাপ্রার্থী৷ আমরা বারবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি। কিন্তু আপনাকে ফোনে পাইনি৷ আপনি আমাদের একটি নির্দিষ্ট সময় দিন যখন আপনার সঙ্গে কথা বলা যাবে। আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।’