মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন এর বাড়ি হতে ৪ জন ভারতীয় নাগরিক ও অনুপ্রবেশকারীদের বাড়ীতে রাখার দায়ে আমির হোসেন নামে এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার (১০ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরন করা হয়।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদিন (৪৫), আলমগীর হোসেন (২০) রেজাউল (১৮) তৈয়ব আলী এবং বাংলাদেশী আমির হোসেন (২৬)। আটককৃত ভারতীয় নাগরিকদের বাড়ী কোচবিহার জেলার শিতলকুচি থানার গিতালদহের বড় মরিচা গ্রামে।
আটককৃতরা ভারত হতে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে উক্ত আমির হোসেনের বাড়িতে অবস্থান করছিল। তাদেরকে বিজিবি দইখাওয়া বিওপিতে রাখার পর শনিবার রাতেই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে হাতিবান্ধা থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইখাওয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিজিবি আসামীদের থানায় জমা দিয়েছেন। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে মামলার দায়েরের পর আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করে।