সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

অবশেষে মুস্তাফিজ ৩ উইকেট নিজের ঝুলিতে নিলেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মুস্তাফিজুর রহমান অবশেষে নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। মুস্তাফিজ ৩টি উইকেট নিজের ঝুলিতে নিলেন। আগের তিন ম্যাচের দুটিতে দিয়েছিলেন চল্লিশের বেশি রান। সেই হতাশা পেছনে ফেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাঁহাতি পেসার পাওয়ার প্লেতে ২ ওভার বোলিং করে খরচ করলেন কেবল ৭ রান। তৃতীয় ওভার কিছুটা খরচে হলেও শেষ ওভারে তিনি উপহার দিলেন চমকপ্রদ বোলিং। দিলীø­ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে মুস্তাফিজের প্রাপ্তি ৩ উইকেট। ৩টি উইকেটই তিনি নেন ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে। ডট বল করেন ১৪টি, হজম করেন দুটি বাউন্ডারি। কলকাতা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ১৪৬ রান। দিল্লী সেটি পেরিয়ে যায় ৪ উইকেট ও ৬ বল হাতে রেখে।

ইনিংসের প্রথম ওভারে বল হাতে পেয়ে মুস্তাাফিজ শুরুটা করেন ওয়াইড দিয়ে। এরপর ৬ বল থেকে দেন ১ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেও নিখুঁত লাইন-লেংথ ধরে রাখেন মুস্তাফিজ।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে বাংলাদেশের পেসারের সেরা বোলিং এটিই, ৩/১৮। তিনি বোলিংয়ে আসেন ১৮তম ওভারে। কলকাতার রান তখন ৬ উইকেটে ১১৮। প্রথম বলে রিঙ্কু সিং নেন সিঙ্গেল। দুই বলে ২ উইকেট নিয়ে মুস্তাাফিজ জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। অফ স্টাম্পের বাইরের বল কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন রানা। সুইপার কাভার থেকে দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন চেতন সাকারিয়া। থামে রানার ৩৪ বলে ৫৭ রানের ইনিংস। পরের বলে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড টিম সাউদি। শেষ হয় মুস্তাফিজের অসাধারণ ওভার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com