রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২০১৩ সালে সরকারি মনোনয়নে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নাজমুল হাসান পাপন। গত বছর নির্বাচনকেন্দ্রিক বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান- এফটিপি) ঘোষণা করতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এরইমধ্যে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সুবাদে জানা গেছে, আগামী চার বছরের চক্রে বাংলাদেশ পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ। তাই ছিল জমজমাট এবং লোক সমাগমে গমগমে পরিবেশ। এবার অনেকটাই যেন ঝিমিয়ে পড়া পরিবেশে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এজিএম।
প্রতি বছর শেষদিকে হওয়ার কথা থাকলেও সেটা হয়নি ৪ বছর। গত বছর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য জাঁকালো আয়োজনে এজিএম করা হয়। এবার বছর না পেরোতেই অনুষ্ঠিত হয়েছে এজিএম। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছেন, ব্যয়ভার কমানোর প্রক্রিয়া অনুসারে এবার কাউন্সিলরদের উপহার গতবারের চেয়ে ৫০ শতাংশ কম দেওয়া হয়েছে। তবে কি নির্বাচনের আগে আগে কাউন্সিলরদের সমর্থন পেতে গতবার জমকালো আয়োজন ও খরচা ছিল? এমন প্রশ্নকে অগ্রাহ্য না করে পাপন বলেছেন, ‘সেটা হতেও পারে, অস্বীকার করছি না!’ এবার এজিএমে অবশ্য সবার দৃষ্টি ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। ঝিমিয়ে পড়া এজিএমের সবচেয়ে বড় চমক হিসেবে সেই অনুমোদন হয়ে গেছে। তাই আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা।
প্রয়োজনে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলাও বিভাগীয় ক্রিকেট সংস্থা এই সংগঠন বলে গণ্য হবে। তবে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা কাউন্সিলর ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, এটা আগামী বোর্ড সভাতেই চূড়ান্ত হবে। তবে এর নেতৃত্ব নিয়ে কোন সমস্যা হবে না এমনটাই দাবি তার। তিনি বলেন, ‘আমরা যারা আছি সেটা আগামী বোর্ড সভায় নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করে নিলে কোন বিতর্ক থাকার কথা নয়। আজ তো অনুমোদন হয়েই গেছে। এখন শুধু কাজ শুরুর প্রক্রিয়াটা চূড়ান্ত করা। ইতোমধ্যে আমরা সিলেট, রংপুর, চট্টগ্রামে কিন্তু অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেই দিয়েছি।
আপাতত ৭টি বিভাগ নিয়ে হবে আঞ্চলিক ক্রিকেট সংস্থা। জাতীয় ক্রিকেট লীগে নতুন বিভাগ ময়মনসিংহ প্রতিনিধিত্ব করেনি বলে এই বিভাগ থাকবে ঢাকার সঙ্গেই।
তিনি আরও যোগ করেন, ‘আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই ওদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।’