মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক : বাদল আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন । সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে । তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে ঢাকার পুলিশ প্রশাসন । শোনা যায়, সে নাকি কক্সবাজার এসে গা ঢাকা দিয়েছে ।
অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজারে। কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে । সারাদিন বিচে ঘোরাঘুরি শেষে রাতে হোটেল রুমে ফিরে স্পর্শীর মাথাব্যথা । অনিক ৫ মিনিটের কথা বলে ওষুধ আনতে বাইরে যায় । কিন্তু দুই ঘণ্টা পেরোনোর পরও যখন ফেরে না, স্পর্শী চিন্তিত হয়ে হোটেল ম্যানেজারকে জানায় । বাকি রাত এভাবে দুশ্চিন্তায় কাটে । ভোরেও কোন খোঁজ পাওয়া যায় না । জলজ্যান্ত একটা মানুষ যেন মুহূর্তে হাওয়া ।
পৃথিবীতে কিছু অবিশ্বাস্য ঘটনার নজির অতীতে ছিল… এখনও আছে । তারই জের ধরে বাদলের চেহারার সঙ্গে দেখতে অনেকটাই মিল অনিকের । তাই বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায় । তাদের কাছে গোপন তথ্য ছিল, বাদল কক্সবাজারে আছে । এমন গল্প নিয়ে এগিয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘নীল ঘূর্ণি’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল । আর এতে ডন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব । এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেতাকে । নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ।
জানা গেছে, ‘নীল ঘূর্ণি’তে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব । যেখানে একে অন্যের শত্রু! আর এর শুটিং হয়েছে পাঁচ বছর আগে ।
অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ধারাবাহিক নাটকটির গল্প অসাধারণ । বেশ অনেক আগে এতে অভিনয় করেছিলাম । এরপর আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করিনি । ওটিটি ও খণ্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছি । শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি ।’
‘নীল ঘূর্ণি’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, এ্যানি খান, এ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপুসহ অনেকে ।
নির্মাতা জানান, আজ বুধবার থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে ।