বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

অপূর্ব আমার নাতির চরিত্রে: দিলারা

নিজস্ব প্রতিনিধি : ঈদের নাটক নিয়ে এরই মধ্যে ব্যস্ত ছোট পর্দার তারকারা । রাতদিন এক করে কাজ করছেন তারা । এবারের ঈদে নির্মাতা জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকশন মন দুয়ারী । এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ।

ফিকশনে দিলারা জামান অপূর্বর দাদির চরিত্রে অভিনয় করেছেন ।

এই ফিকশনে অভিনয় নিয়ে দিলারা বলেন, ‘আগের মতো এখন আর কাজ করার শক্তি পাই না । বয়স তো কম হয়নি । দেখতে দেখতে আমি এখন ৮২ বছরে চলে এসেছি । তাই এ কাজটি করতে আমার ভীষণ কষ্ট হয়েছে । কারণ অনেক রাত অবধি আমাকে শুটিং করতে হয়েছে । এখন আর রাত জাগার মতো শক্তি আমার শরীরে নেই । তাই যারাই আমাকে গল্প নিয়ে ভাববেন । তাদের বলতে চাই, শেষ রাতের যদি কোনো সিক্যুয়েন্স থাকে আমাকে সেক্ষেত্রে বাদ দিয়ে চিন্তা করবেন । এটি আমার জন্য কষ্টের ।’

এরপর এই কিংবদন্তি কাজটি নিয়ে আরও বলেন, ‘অপূর্ব ফিকশনটিতে আমার নাতির চরিত্রে অভিনয় করেছে । ও দুর্দান্ত একজন অভিনেতা । এর আগেও বেশকিছু কাজ আমরা একসঙ্গে করেছি। তবে এমন গল্পে এবারই প্রথম । আশা করছি দর্শকের আমাদের দাদি-নাতির জুটি ভালো লাগবে ।’

নাটকে অপূর্বকে দেখা যাবে প্রবাসীর চরিত্রে । যে দেশে আসে তার ওয়ারিশ বুঝে নিতে । একটা সময় অপূর্ব বিদেশে ফিরে যেতে চাইবে । কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারে না ।

দিলারা জামান ও অপূর্ব দুজনই অভিনয় নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন । অভিনেত্রীকে এরই মধ্যে বেশকিছু বিজ্ঞাপনে মডেল হতে দেখা গেছে । এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অপূর্বর ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com