বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সজীব মিয়া, বাদীকে মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকি দেওয়ায় এলাকায় চাপা ক্ষোভ 

হৃদয় রায় সজীব, নেএকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা সদরের সিংহের বাংলা ইউনিয়নে ময়মনসিংহ রুহী ফরিদপুর নয়াপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার ( ১৩ ) কে গলায় ছুরি ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে তার পাশের বাড়ির গোলাঘরে রাতভর ধর্ষণ করে মামলার আসামি সজীব মিয়া ( ২০ ) । বর্তমানে বাদী ভিকটিমের বাবা সেলিম মিয়া কে মামলাটি প্রত্যাহারের জন্য ও তার প্রাণনাশের হুমকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরছে আসামি সজীব মিয়া।
এতে সিংহের বাংলা ইউনিয়ন ও আশেপাশে এলাকায় চরম চাপা ক্ষোভ বিরাজ করছে।

কাজের সুবাদে ভিকটিমদের গরীব অসহায় পিতা মুন্সীগঞ্জে দিনমজুরের কাজ করে। জান্নাতুল আক্তার মুন্সিগঞ্জের পাঁচ গরিয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছুটিতে জান্নাতুল তার গ্রামের বাড়িতে এসে এই নরপশু সজীবের
লালসার শিকার হতে হয়। ঘটনা টি ঘটায় একই এলাকার নয়াপাড়া গ্রামের মো,বাবুল মিয়া ও সাহেরা বেগমের ছেলে সজীব মিয়া।

মামলা সূত্রে জানা যায় গত ০৩ ডিসেম্বর ২০২৩ মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। এ ব্যপারে ভিকটিমের বাবা সেলিম মিয়া নেত্রকোনা মডেল থানায় ৭/৯(৪)(খ), নারী ও নির্যাতন দমন আইন ২০০০ ধারায় মামলা দায়ের করে।

এক ভিডিও সাক্ষাৎকারে ভিকটিম জান্নাতুল আক্তার জানায়, অন্যান্য মহিলাদের সাথে এলাকায় একটি ওয়াজমাহফিলে যায় , কালো বুখরা পরিহিত দুটি মেয়ে তাকে পরিচিত হবার কথা বলে প্যান্ডেলের পেছনে সজীবের হাতে দিয়ে দ্রুত চলে যায়। পরে সজীব মিয়া তার মুখে জাপটে গলায় ছুরি ধরে জোরপূর্বক তাকে পাশের বাড়ি শাহ নেওয়াজ খাঁর গোলা ঘরে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে রাতভর শারীরিক নির্যাতন করে। নিজেকে রক্ষা করতে সে কৌশলে ভোরে বেড়িয়ে আসে। জান্নাতুল কে প্রাণভয়ে বেরিয়ে আসতে দেখে একই গ্রামের বাচ্ছু মিয়া ও কুলসুমা আক্তার।

জান্নাতুল এই ঘটনার জন্য নরপশু সজীব মিয়ার বিরুদ্ধে ন্যায় বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানায়। মামলার বাদী সেলিম মিয়া বলেন , আমি গরীব অসহায় দিনমজুর। আমার মেয়ের উপর রাতভর ধর্ষণ ও শারিরীক নির্যাতন করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান সুবিচার পেতে। আসামি প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে উপরন্তু তাকে মামলা প্রত্যাহার করার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এলাকার ৭ নং ওয়ার্ড মেম্বার মো, শামীম মিয়া বলেন , এই ঘটনা সত্য। আমি ভিকটিম জান্নাতুল কে থানায় নিয়ে যাই ও হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এই ঘটনায় এলাকায় চরম চাপা ক্ষোভ বিরাজ করছে। লোকমুখে শুনতে পেলাম বাদী কে মামলা প্রত্যাহার করতে হুমকি দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাই, শিশু মেয়ে টি যেন সুবিচার পায়।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার এসআই আশরাফুজ্জামান বলেন , মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে ন্যায় বিচারের স্বার্থে আসামি কে ধরার চেষ্টা করছি।

এলাকাবাসী জানান , সজীব খারাপ প্রকৃতির ছেলে। সামাজিক অনুষ্ঠানে সে সব সময় গন্ডগোল করে। মেয়েদের ইভটেজিং করে।
আসামীকে গ্রেফতার ও এই ঘটনার সুবিচার চান এলাকার লোকজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com