বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

একুশের কণ্ঠ অনলাইন:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায় শুরু’।

বৃহস্পতিবার (৭ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এছাড়া আরো দু’টি কাজ আছে। একটা হলো রিফর্ম বা সংস্কার। আরেকটা হলো ট্রায়াল বা বিচার।

তিনি জানান, ৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ ৩১৫টি সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়নাধীন আছে ৬৮টি সিদ্ধান্ত। সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে ৫৬টি আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com