বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

অনুমোদন ছাড়াই চলছে বহুতল ভবন নির্মাণ

রাজস্ব হারাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার: সরকারি ভিপি সম্পত্তিগুলো একবছরের জন্য লীজ দিয়ে থাকে আবেদনকারীদের মধ্যে। প্রতিবছর বাংলা সনের শুরুতে শর্তসাপেক্ষে লীজ নবায়ন করেন লীজগ্রগিতা। তবে, লীজ দেওয়ার সময় বেশকিছু শর্ত দেয়া থাকে ৷ ওই সব শর্ত মেনে রাজস্ব পরিশোধ করে জমি লীজ নেন। লীজ নেওয়ার পর বেশিরভাগ গ্রহীতা এসব নিয়মকানুন কিছুই মানেন না৷ যদিও উল্লেখ থাকে, লীজকৃত সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করা যাবে না৷ যদিও কেউ করতে চায় তাহলে অবশ্যই জেলা প্রশাসক বা স্থানীয় ভূমি অফিস থেকে লিখিত অনুমোদন নিতে হবে এবং সরকারি রাজস্ব দিতে হবে।

এদিকে রাজধানীর পাশে ঢাকার নবাবগঞ্জে সরকার দেয়া লীজকৃত বেশিরভাগ জমিতে অবৈভাবে ইটের (বহুতল) ভবন নির্মাণ হয়েছে৷ যার বেশিরভাগ লীজগ্রহীতা নেয়নি জেলা প্রশাসক বা স্থানীয় ভূমি অফিস থেকে অনুমোদন। এতে, সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছেন। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতনমহল৷

সম্প্রতি সময়ে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় সরেজমিনে গেলে ভবন নির্মাণের কাজ চলছে এমন চিত্র দেখা মিলে৷ ছোট গোবিন্দপুর মৌজায় ৮৮৩ এসএ দাগ নম্বরে ৭১/৮৫ ভিপি কেস নম্বরের লীজকৃত জমিতে ভবন নির্মাণের কাজ করছে ওই এলাকার পরিমল হালদার।

জানা গেছে, কয়েকমাস আগে এই জমিটি ওই এলাকার প্রদা হালদার লীজ হস্তান্তর করে পরিমলকে দেন। লীজ নেওয়ার পরপরই ওই জমির উপর বহুতল ভবন তুলতে কাজ শুরু করেন৷ তথ্য রয়েছে এই লীজকৃত জমিটি প্রদা হালদার পরিমলের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে পরবর্তীতে হস্তান্তর করে দেন৷

যদিও লীজকৃত জমিতে কোন বহুলত ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস থেকে সরকারি নিয়ম মেনে লিখিত অনুমতি থাকতে হবে। এতে, রাজস্ব পাবে সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত এর কিছুই নেয়নি এই লীজকৃত জমির মালিক। এমনকি সরেজমিনে গেলে পরিমলের স্ত্রী অনুমোদনের কোন কাগজ দেখাতে পারেনি৷

পরিমল হালদারের স্ত্রী’র দাবি তিনি মৌখিক অনুমতি নিয়েছেন৷ কার কাছ থেকে বহুতল ভবন নির্মাণের অনুমতি নিয়েছেন এমন প্রশ্ন করলে কোন উত্তর না দিয়েই চলে যায় তিনি৷

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আঃ হালিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম। তিনি আরও বলেন, লিখিত অনুমোদন ছাড়া লীজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণের কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com