সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধি::

অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান র্দীঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক ও হাইওয়ের সংযোগ সড়কটি অবৈধভাবে দখলে নিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ নভেম্বর ২০১৮ইং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এম এ লতিফ বাদী হয়ে মর্তুজাবাদ এলাকার অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করে।

অভিযোগের ভিক্তিতে জানা যায়, সাওঘাট-কাঞ্চন সংযোগ সড়কটি আমলাব মৌজাস্থিত হালট। হালটটি এলাকাবাসী ব্রিটিশ আমল থেকেই সড়ক হিসাবে ব্যবহার করে আসে। যাহার আর এস দাগ নং ১৮২১।

জানা যায়, এই হালটটি ১৯৮০সনে তৎকালীন চেয়ারম্যান মরহুম আঃ মালেক চৌধুরী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে হালটটি রাস্তা হিসাবে নির্মাণ করে। যাহা পরবর্তী চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও মাননীয় এমপি মহোদয় (এলজিইডি)র সরকারী বরাদ্দে উক্ত সড়কটি সংস্কার করে। জনবহুল সড়কটির পাশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রস্তাবিত এম এ ছাত্তার মেডিকেল কলেজ, এস আর ব্রিক্স, আশরাফ ইন্টার লাইনিং, আশরাফ ডাইং এন্ড ফিনিশিং, ভাই ভাই টেক্সটাইল, বিসমিল্লাহ টেক্সটাইলসহ আরো অনেক প্রতিষ্ঠান। কিন্তু দূর্ভাগ্যবশতঃ উপজেলার মর্তৃজাবাদ এলাকার মৃত নান্নু প্রধানের ছেলে বর্তমান আলোচিত অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান তার নিজস্ব লোকজন দিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দখল করে চৌকি নির্মাণ করে কাঁটা তারের বেড়া দিয়ে সড়কটি বন্ধ করে রাখে। এলাকাবাসী ও প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। সেলিম প্রধানের পেশী শক্তির কারণে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি। তবে তার গ্রেফতারের পর এলাকাবাসী সড়কটি অনতিবিলম্বে খুলে দেয়ার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com