শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

অনন্ত-বর্ষার নতুন সিনেমা ‘দ্য লাস্ট হোপ’

বিনোদন প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: ঈদুল আজহার দিন থেকে সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন- দ্য ডে’। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের মাঝে। কারও খুব ভালো লেগেছে, কারও বা মোটামুটি। কারও আবার সিনেমা দেখে এত খারাপ লেগেছে যে, টিকিটের টাকা পর্যন্ত ফেরত চেয়েছেন।

তারই মাঝে আলোচনায় অনন্ত-বর্ষার আগামী সিনেমা ‘দ্য লাস্ট হোপ’। গত বছর এটির ঘোষণা দিয়েছিলেন তারকা জুটি। সিনেমাটি নিয়ে সম্প্রতি অনন্ত দিলেন নতুন তথ্য। জানিয়েছেন, ‘দ্য লাস্ট হোপ’-এর শুটিং হবে ইউরোপের নরওয়ে ও দুবাইতে। এই সিনেমাতেও তার বিপরীতে বরাবরের মতো স্ত্রী বর্ষাই কাজ করবেন।

অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল আরও জানান, আমেরিকান ছবিতে যেসব কার রেসিং থাকে, ঠিক তেমনভাবে ‘দ্য লাস্ট হোপ’ তৈরি হবে। এরই মধ্যে সিনেমার চিত্রনাট্য তৈরি হয়ে গেছে বলে তিনি জানান। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে থাকবেন ভারত, পাকিস্তান, চীন, সুইডেন, নরওয়ে, জার্মানি, ইংল্যান্ড ও দুবাইয়ের আর্টিস্টরা।

গত বছরের জুনে এই সিনেমাটি প্রসঙ্গে অনন্ত জলিল গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিনেমাটির মূল পরিচালক নরওয়ের। পাশাপাশি পাকিস্তান ও চীনেরও একজন করে নির্মাতা থাকবেন পরিচালনার দায়িত্বে। এটি হতে যাচ্ছে তার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কাজ করা প্রথম সিনেমা।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে অনন্ত-বর্ষা অভিনেত্রী ‘নেত্রী- দ্য লিডার’। এখানে বর্ষাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র নেত্রীর ভূমিকায়। তার বডিগার্ডের ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত জলিল। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার পরিচালনায় আছেন অনন্ত জলিল ও উপেন্দ্র মাধব।

‘নেত্রী- দ্য লিডার’-এর গল্প বাংলাদেশের একটি বিভাগকে নিয়ে। গল্পটি একজন রাজনৈতিক নেতাকে দিয়ে শুরু হবে। তিনি মারা যাওয়ার পর দলের সম্মতিতে তার মেয়েকে নেতৃত্ব দেওয়া হবে। তাকে ঘিরেই গল্প আবর্তিত হবে। যেখানে একজন সাধারণ মেয়ের নেত্রী হয়ে উঠার গল্প দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com