রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

অতিরিক্ত সিম বাতিলের নির্দেশনা দিয়েছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন ব্যক্তির নামে সর্বাধিক ১০টি মোবাইল সিম নিবন্ধন করা যাবে। এর বাইরে থাকা অতিরিক্ত সিম বাতিল করতে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধ দমনে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিম নিবন্ধন শুরু করা হয়। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা ১৫টি নির্ধারিত হয়েছিল। তবে সম্প্রতি তা কমিয়ে ১০টি করা হয়েছে।

অতিরিক্ত সিম বাতিল করতে গ্রাহকদের প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাইয়ের পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।

গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে নিজের নামে নিবন্ধিত সব সিমের তথ্য জানতে পারবেন। যদি কোনো সিম নিজের না হয়, বা অতিরিক্ত/অপ্রয়োজনীয় সিম থাকে, তবে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে তা বাতিল করতে হবে।

বিটিআরসি এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে যাতে গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সহায়ক হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com