সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নাহার আক্তার (১৯) নামে এক তরুণীর বাম হাতের কবজি ছিঁড়ে গেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা আর্মি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহত নাহার আক্তার সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তিনি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় কাজ করেন।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসায় যাওয়ার সময় ওই নারীর গায়ের ওড়না অটোরিকশার এক্সেলের সঙ্গে পেঁচিয়ে হাতে টান লাগে। একপর্যায়ে চেইন বক্সে হাত লাগার সঙ্গে সঙ্গে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত নাহার আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক ডা. নাফিস জানান, হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া ওই তরুণী জরুরি বিভাগে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে। রক্তনালীগুলো জোড়া লাগিয়ে তার হাতটি জোড়া লাগানো হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর নিশ্চিত বলা যাবে তার হাত জোড়া লাগবে কিনা।