বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকার দুটি নম্বর ৭৫১ ও ৭৫৩ বলে নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে তিনি বলেন, আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় লকার দুটি শনাক্ত করেছি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো জব্দ করা হয়েছে।
সিআইসির তথ্যমতে, অগ্রণী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওয়া গেছে। এর মধ্যে একটি সঞ্চয়ী হিসাবে রয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং অপরটি মেয়াদি আমানত (এফডিআর), যার পরিমাণ ১৫ লাখ টাকা।
লকার খোলার জন্য অবশ্যই দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।
এর আগে, চলতি বছরের শুরুতে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরও একটি লকার জব্দ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সেই সময়ও সিআইসির পক্ষ থেকে বলা হয়, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে এই অভিযান পরিচালিত হচ্ছে।
জুলাইয়ের আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তার ব্যাংক হিসাব ও সম্পদের খোঁজে মাঠে নামে সিআইসি। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তার মালিকানাধীন আরও সম্পদ ও লকার খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ১০ সেপ্টেম্বর শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া যায়। লকার নম্বর-১২৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করে।
তখন জানানো হয়, হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুইবার লকার খুলতে গিয়েছিলেন।
অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারগুলোতে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।