মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির সহায়ক সরকারের দাবি অসাংবিধানিক হলে ৯৬ সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন আন্দোলন করেছিল?
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সংসদে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা এ মন্তব্য করেন।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে আর সে সময় সরকার হবে ছোট পরিসরে। ওই সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু রুটিন কাজ করবে।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির দাবি অসাংবিধানিক। এর জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘এটা এখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার বিষয় যে, আপনি সংবিধান সংশোধন করতে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি চেয়েছিলেন। পরে তা সংযোজিত হয়েছিল সংবিধানে। আপনি এখন কেন বলছেন, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তখন কীভাবে বাইরে যেতে পেরেছিলেন। তো এখনো সেভাবে যাবে।’
এসময় রিজভী আরও বলেন, গণতন্ত্রে সংবিধান দেশের এবং জনগণের চাহিদা অনুযায়ী যুগে যুগে এটা সংশোধিত হয়-ই। এটাই হচ্ছে, গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত।
এ সময় রিজভী জানান, আগামী শনিবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।