শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

৭ কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য সায়েন্সল্যাব ব্লকেড কর্মসূচি

৭ কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য সায়েন্সল্যাব ব্লকেড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার আল্টিমেটামের শেষ দিনে অনির্দিষ্টকালের জন্য সায়েন্সল্যাব ব্লকেড কর্মসূচি দিয়েছেন তারা।

এদিন বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় ও সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

নতুন কমিশন গঠন করে সেখানে ছাত্র প্রতিনিধি রাখার দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। অন্যথায় সংস্কার কমিটি বাতিল চান তারা। একইসঙ্গে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবিও জানান শিক্ষার্থীরা।

এদিকে, রাস্তা অবরোধ করে ব্লকেড কমর্সূচি দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যাওয়ার গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা।

এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com