বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, রমজান মাসের মধ্যে বকেয়া ৩ মাসের বেতন দেয়া, বেতন বৃদ্ধি করাসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

রোববার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলা ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষক শিক্ষিকা সাধারন কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার মাওলানা হোসাইন আহমেদ, মোঃ সাইদ, রহমত উল্যাহ, তানজিলুর রহমান, জমির উদ্দিন আশরাফ, শিক্ষক আবদুর রহিম আসাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com