মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

৩ ইসরায়েলির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন

৩ ইসরায়েলির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি থাকা ৩ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হচ্ছে। বিনিময়ে ইসরায়েলের পক্ষ থেকে মুক্তি দেওয়া হচ্ছে ১৮৩ জন ফিলিস্তিনিকে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলি পুরুষ জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। এই তালিকায় রয়েছে এলি শারাবি, ওর লেভি এবং ওহাদ বেন আমি নামের তিন ইসরায়েলি।

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর এরইমধ্যে ১৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৮৩ ফিলিস্তিনি। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর মধ্যে আটজন মারা গেছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, গাজা বর্তমানে বসবাসের অযোগ্য একটি স্থানে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাবারুদ, ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এ অবস্থায় বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়াই যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি। তবে গাজার বাসিন্দাদের মিসর এবং জর্ডানে সরিয়ে নেয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে জর্ডানের বাসিন্দারাও। শুক্রবার জর্ডানের আম্মানে জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com