শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

৩দিনের রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

৩দিনের রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার থানার মামলায় ৩দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা দোহার নবাবগঞ্জের সাবেক এমপি সালমান এফ রহমানকে ৩দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দোহার থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

দোহার থানা সুত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট দোহার থানায় সালমান এফ রহমানকে প্রধান আসামী করে বিস্ফোরক আইনে ১৭৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামী করে একটি মামলা হয়। ওই মামলাটি করেন বিলাশপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান মাঝি। অভিযোগ আছে গত ৪ আগস্ট দোহারের লটাখোলা সড়কে সালমান এফ রহমানের পরোক্ষ মদদে ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল নিক্ষেপ করে আওয়ামী নেতাকর্মীরা। ওই মামলায় গত ২২ সেপ্টেম্বর সালমান এফ রহমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন দোহার থানা পুলিশ। আদালত পরে ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২০ অক্টোবর সালমান এফ রহমানকে রিমান্ড নেয় দোহার থানা পুলিশ। তবে নিরাপত্তার কথা ভেবে তাকে দোহার থানা হাজতে না রেখে ঢাকার ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ৩দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, দোহার সালমান এফ রহমানের নির্বাচনী এলাকা। সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে ডিএমপির ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া নবাবগঞ্জ থানার একটি মামলায়ও তাাঁকে ৪দিনের রমান্ড মঞ্জুর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com