সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

২১ বছর সশস্ত্র বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়নি : প্রধানমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ বছর সশস্ত্র বাহিনীর উন্নয়নে তখনকার সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার বেলা ১২টার পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পটুয়াখালী সফর প্রধানমন্ত্রী আজ বিকালে বরিশাল সফর করবেন।

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার জন্য প্রস্তুত মাঠ ও মঞ্চ। এই মঞ্চে আজ বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com