শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

২য় মেয়াদে রাষ্ট্রপতি হলেন আবদুল হামিদ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও নির্বাচনী কর্মকর্তা কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। এই নিয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন মো. আবদুল হামিদ।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চিফ হুইপ আ স ম ফিরোজ চিফ হুইপ বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং দলের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com