বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশিত সময় অনুযায়ী কাজ করছে ইসি।
বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানাচ্ছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।