শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

১০ ডিগ্রিতে নেমে আসলো পঞ্চগড়ের তাপমাত্রা

১০ ডিগ্রিতে নেমে আসলো পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি:: উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। গত তিন দিন ধরে এ জেলায় তাপমাত্র ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ শনিবার সকালে তা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

সরজমিন ঘুরে দেখা যায়, ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। ভোরের শুভ্র শিশির সবুজ ঘাসের ডগায় টলমল করছে। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষক-চাষিদের।

১০ ডিগ্রিতে নেমে আসলো পঞ্চগড়ের তাপমাত্রা

এদিকে কাঞ্চনজঙ্গা অতি কাছে হওয়ায় অন্যান্য জেলার আগেই এখানে শীত আসে। ব্যতিক্রম ঘটেনি এ বছরও। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে ঘরে ঘরে।

জানা গেছে, শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাপানিসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com