শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

হিলিতে রেলপথ অবরোধ: উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

হিলিতে রেলপথ অবরোধ: উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অনশন শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে অনশন শুরু করেন তারা।

অবরোধকারীরা বলেন, হিলি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এর আগেও আন্দোলন করেছি, তবে কাজ হয়নি।

শান্তাহার জংশনের টিআইসি হাবিবুর রহমান নয়ন বলেন, হিলি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন আধুনিকায়নের দাবিতে স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে দুটি ট্রেন আটকা পড়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com