শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ঘোষনাকে কেন্দ্র করে বিএনপি’র সকল প্রকার নাশকতাকে প্রতিহত করতে নাশকতা বিরোধী মিছিল করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুনের নেতৃত্বে আ’লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা প্রদিক্ষন শেষে শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান, টংভাঙ্গা ইউনিয়ন সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সিন্দুর্না ইউনিয় সভাপতি উজ্জল, কলেজ ছাত্রলীগ নেতা লিপন চন্দ্র রায়, নয়নসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি যেন আর কোন প্রকার নাশকতা করতে না পারে সে জন্য আমরা হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছি এবং রাত পর্যন্ত থাকবো।