শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১০টি শেল পেয়েছে র‌্যাব

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে একাধিক বাংকারে তল্লাশি চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১০টি শেল পেয়েছে র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধার অভিযান আপাতত সমাপ্ত ঘোষণা করা হলেও গোয়েন্দা নজরদাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বেলা ২টার দিকে সাতছড়ি উদ্যানে মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়। শনিবার দুপুর নাগাদ পরিচালিত অভিযানে উদ্যানের ভেতর একাধিক বাংকারের সন্ধান পাওয়া যায়। এসব বাংকারে তল্লাশি চালিয়ে ১০টি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়।

মুফতি মাহমুদ খান বলেন, ‘আমরা ধারণা করছি, কোনও জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ নাশকতা চালানোর উদ্দেশ্যে এই উদ্যানে শেলগুলো লুকিয়ে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এগুলো উদ্ধার করেছি। আপাতত অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর থেকে র‌্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করে। রাতভর অভিযান চলে। এর আগে ২০১৪ সালের ২৯ আগস্ট সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com