শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাকজুর গ্রামের আলোচিত কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অাজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- একই গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান, নাছিম উল্লাহ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন ২৭ জনকে আসামি করে নিহতের ছেলে হারুন মিয়া বানিয়াচং থানায় মামলা করেন।