শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

হবিগঞ্জে আবুল হত্যায় নারীসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক আবুল মিয়া হত্যা মামলায় নারীসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার দাউদপুর গ্রামের মৃত আরাফত আলীর ছেলে মর্তুজ আলী, তার ছেলে ফয়সল মিয়া, সজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম, আফসর আলীর ছেলে সুন্দর মিয়া ও মর্তুজ আলীর ভাই বসির মিয়া।

মামলায় বলা হয়েছে, ২০০৮ সালের ২২ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা আবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন তার ভাই সাজিদ মিয়া বাদী হয়ে থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে কোনো আসামি উপস্থিত ছিলেন না। এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি ও নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com