বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন

হঠাৎ মাথা ঘুরে উঠা কি বড় কোনো রোগের লক্ষণ?

লাইফস্টাইল ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আচমকাই মনে হল কেমন যেন মাথা ঘুরছে। এই রকম সমস্যা অনেকেরই হয়। মাথা ঘোরা, হালকা লাগা বা ঝিমঝিম করার মতো সমস্যা কি কোনও রোগের উপসর্গ?

চিকিৎসকরা বলছেন, বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হলো ভার্টিগো। ভার্টিগো থাকলে হঠাৎই মনে হতে পারে মাথাটা ঘুরে উঠল। এটা ছাড়াও আরও যেসব কারণে আচমকাই মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে জেনে নিন সেগুলো-

১. মাথা ঘোরা কমাতে বার বার পানি খেতে পারেন। এতে বেশ তাড়াতাড়ি কমতে পারে সমস্যা। শরীরে পানির ঘাটতি হলে এই সমস্যা দেখা যায়।

২. এ ছাড়াও মাইগ্রেনের সমস্যা থাকলে কখনও কখনও ঘুম থেকে ওঠার পরও মাথা ঘুরতে পারে।

৩. শরীরে ভারসাম্যের অভাব ঘটলেও মাথা ঘোরে।

৪. কানের ভেতরে কোন সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে।

৫. গরমে ঘেমে হঠাৎ রক্তচাপ কমে গেলে মাথা হালকা হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে।

৬. হৃদ্‌যন্ত্রের পেশি সঙ্কুচিত বা প্রসারিত হওয়ার স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হলে এই ধরনের সমস্যা দিতে পারে।

৭. সারা শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হলেও মাথা ঝিমঝিম করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution