সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি: প্রধান উপদেষ্টা

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:: জুলাই বিপ্লবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সিপিডি বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের আয়োজন করে। যার মাধ্যমে তারা গবেষণা কার্যক্রম তুলে ধরে। সিপিডি গবেষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় সর্ব সাধারণের কাছে জায়গা করে নিয়েছে। সম্প্রতি জুলাই বিপ্লব ছাত্র-জনতার অভ্যুত্থানে সচেতনতায় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, সিপিডি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে। আশা রাখি, তারা গবেষণা কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে। সেই গবেষণার মাধ্যমে সরকারে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান তুলে ধরেন প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি। তিনি জানান, গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে সিপিডি। আর ভবিষ্যতে যেন সিপিডি ভয়হীনভাবে কাজ করতে পারে সে আশা প্রকাশ করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com