সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী: অর্থমন্ত্রী

অর্থনৈতিক ডেস্ক:: সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারকে দায়ী করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আইডিইবিতে সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী। কারণ সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি। সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে।’ ‘সোনালী ব্যাংককে ঋণ বিতরণের আগে ভালো ভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি ফর্ম ভালোভাবে চেক করতে হবে।’

প্রসঙ্গত, ২০১৭ সাল শেষে সোনালী ব্যাংকের খেলালি ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ কাটি টাকা। ২০১৬ সালে যা ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুস রহমান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution