বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

সেন্সর বোর্ডে শাকিবের ‘অন্তরাত্মা’

সেন্সর বোর্ডে শাকিবের ‘অন্তরাত্মা’

বিনোদন প্রতিবেদক, একুশের কণ্ঠ:: শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে অন্তরাত্মা সিনেমাটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২১ সালের মার্চে শেষ হয় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি।

শুটিং শেষ হওয়ার প্রায় চার বছর পর হঠাৎ মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একাধিক সদস্য। নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমনও।

তিনি বলেন, ‘আমাদের ‘অন্তরাত্মা’ কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু ছাপিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে। তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু জানিয়েছেন, মুক্তির সনদ পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ বিষযে প্রযোজকই (সোহানী হোসেন) সকল সিদ্ধান্ত নেবেন বলে জানান এই নির্মাতা।

চার বছর আটকে থাকার কারণও জানিয়েছেন পরিচালক। তার ভাষ্য, লকডাউনের ঠিক আগে আগে শুটিং শেষ করেছি। এখন ভারতে পোস্ট প্রডাকশনের কাজ চলে। যাবতীয় কাজ শেষ করে ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় ও সব কাজ সময়মতো শেষ করতে না পারায় জটিলতার মধ্যে পড়ে।

এদিকে, ‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

অন্যদিকে ঢালিউডে নতুন গুঞ্জন, ঈদে আটকে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি! শুটিং নীতি না মানাসহ বেশ কয়েকটি অভিযোগ এসেছে সিনেমার বিরুদ্ধে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com