শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

সেনেগালে অভিবাসী-শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসী-শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:: সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তারা কাঠের নৌকায় চেয়ে স্পেন যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠের মাছ ধরার এই নৌকাটিয় ১০০ জনের বেশি আরোহী ছিল। এটি যাত্রা শুরুর পর ৪ কিলোমিটার (২.৫ মাইল) দূরে গিয়ে ডুবে যায়।

নৌকায় আরোহী হিসেবে যারা ছিলেন তাদের আত্মীয়স্বজন এ বং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। তারা উদ্বিগ্ন অবস্থায় প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধানের চেষ্টা চলছে।

ডুবে যাওয়া এই নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এমবোর থেকে রওনা হয়েছিল। মূলত পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি।

সাম্প্রতিক বছরগুলোতে, সেনেগাল হয়ে পশ্চিম আফ্রিকা ছেড়ে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের বেশিরভাগই যুবক। তারা সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব থেকে মুক্তির জন্য বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে থাকে। চলতি বছর স্পেনের এই দ্বীপপুঞ্জে প্রায় ৩০ হাজার অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com