মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরীফুল হক আর নেই। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বার্ধক্যজনিত কারণে শরীফুল হক মারা গেছেন বলে সিএমএইচ সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মরহুম শরীফুল হক ১৯২২ সালের ১৪ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন।
কীর্তিমান এই প্রবীণের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। তার জ্যেষ্ঠ ছেলে মরহুম আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তার দ্বিতীয় সন্তান সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। এর মধ্যে ইকবাল চিকিৎসক ও হেলাল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন।