সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে র্যাব-৪ এর সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার জানান, সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি, তাদের পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসার খবর শুনেছি। তবে তাদের বাড়ি কোথায় তা এখন পর্যন্ত জানতে পারিনি।