সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে পৌঁছেছেন। সোমবার সকাল সোয়া নয়টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে বিকাল ৪টায় সিলেট পৌঁছান তিনি।

সুরমা নদীতে স্থাপিত হুমায়ুন রশীদ সেতু দিয়ে সিলেটে প্রবেশ করেন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা উপজেলায় পৌঁছালে বিএনপির অসংখ্য নেতা-কর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে দলীয় নেত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। সিলেটে পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম নেবেন তিনি। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারতের উদ্দেশে রওনা দেবেন তিনি।

যদিও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে পথে পথে দলটির নেতা-কর্মীরা বাধার শিকার হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়েছে। কোথাও আইন-শৃঙ্খলবাহিনীর সদস্যরা, কোথাও সরকারি দলের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com