সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে আফরিন (১৬) নামে এক নাবালিকা গৃহবধূ রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৭ফেব্রুয়ারী বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর বিহারি ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার পর থকে আফরিনের স্বামী আবেদ আলী ছনু পলাতক রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, গত প্রায় দুই বছর আগে একই এলাকার বাসিন্দা আবদুল গফ্ফারের ছেলে আবেদ আলী ছনুর সাথে বিয়ে হয় চৌদ্দ বছরের নাবালিকা আফরিনের। বিয়ের পর থেকে প্রায়ই টাকা পয়সার জন্য আফরিনকে মারধর করতো স্বামী। এরই মধ্যে গত এক মাস আগে আফরিন এক ছেলে সন্তানের জন্ম দেয়। এদিকে গতকাল দুপুরে টাকা পয়সার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে স্বামীর ওপর অভিমান করে ঘরের সিলিংয়ের সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করে আফরিন। খবর পেয়ে পরিবারের লোকজন আফরিনকে উদ্ধার করে খানপুর তিন শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাসায় নেয়ার পর পরিবারের লোকজন পুলিশে খবর দিলে গত রাত আনুমানিক দুইটায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বেলা ১১টায় লাশ ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আইনাগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে ।