শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ওই শ্রমিকের নাম কাইয়ুম।
আজ রবিবার সকালে সায়েদাবাদ বাস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী সুরমা পরিবহনের হেলপার কাইয়ুম যাত্রী উঠানামা করাচ্ছিলেন। এ সময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মী তাজউদ্দিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।